ঢাকা: রাজধানী ঢাকাসহ সারা দেশে দুইশ ৭০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হবে। ২০দলীয় জোটের ডাকা টানা ৭২ ঘণ্টা হরতালের তৃতীয় দিন নাশকতারোধ এবং দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতেই বিজিবি মোতায়েন করা হচ্ছে।
প্রয়োজন হলে জরুরি ভিত্তিতে আরও ৭০ প্লাটুন বিজিবি প্রস্তুত রাখা হবে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মুহসীন রেজা বাংলানিউজকে এসব তথ্য জানান।
মুহসনি রেজা জানান, অবরোধ-হরতালে নাশকতারোধে অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে শুধু রাজধানীর নিরাপত্তার স্বার্থে সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোর থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ৬ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করবে।
এছাড়া ঢাকার বাইরে ভোর থেকেই মোতায়েন করা হবে দুইশ ৬৪ প্লাটুন বিজিবি। এর মধ্যে মহাসড়কে চলাচলরত যানবাহনে নিরাপত্তার জন্য একশ ১৪ প্লাটুন এবং বিভিন্ন স্থানে অন্যান্য নাশকতা এড়াতে দায়িত্ব পালন করবে একশ ৫০ প্লাটুন।
তিনি আরও জানান, সারা দেশে জরুরি ভিত্তিতে মোতায়েনের জন্য ৭০ প্লাটুন বিজিবি প্রস্তুত রাখা হয়েছে। সবকটি প্লাটুন আগামী ২৪ ঘণ্টার জন্য দায়িত্ব পালন করবে।
বিজিবির জনসংযোগ কর্মকর্তা জানান, রোববার সন্ধ্যা ৬টা থেকে সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোর ৬টা পর্যন্ত শুধু রাজধানীতে ১৬ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করছে।
বাংলাদেশ সময়: ০৩২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৫