ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

সিলেট ভারতীয় রুপিসহ হুন্ডি ব্যবসায়ী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৫
সিলেট ভারতীয় রুপিসহ হুন্ডি ব্যবসায়ী আটক ছবি: প্রতীকী

সিলেট: সিলেটে হুন্ডি ব্যবসার অভিযোগে ভারতীয় রুপিসহ আব্দুর রহিম (২০) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

আটক রহিম সিলেটের কানাইঘাট উপজেলার বাউরবাগ গ্রামের সেকন্দার আলীর ছেলে।



রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে বিজিবি ৪১ ব্যাটালিয়নের কানাইঘাটের সুরাইঘাট সীমান্ত ফাঁড়ির জওয়ানরা বাউরবাগ খামারজুড়ি ব্রিজ সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করে।

তার কাছ থেকে মোটরসাইকেলের সিটের নীচে রাখা এক লাখ ভারতীয় রুপি উদ্ধার করা হয়। সেই সঙ্গে নম্বর বিহীন মোটরসাইকেলটিও জব্দ করা হয়।

আটক আব্দুর রহিমকে উদ্ধার করা ভারতীয় রুপিসহ কানাইঘাট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে রাতে বিজিবি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ সময়: ০৫০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।