ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

কটিয়াদীতে মাইক্রোবাসে হামলা, চালক আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৫
কটিয়াদীতে মাইক্রোবাসে হামলা, চালক আহত

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের কটিয়াদীতে যাত্রীবাহী মাইক্রোবাসে হামলা করেছে অবরোধকারীরা। এতে ওই মাইক্রোবাসের চালক আমির হোসেন আহত হয়েছেন।



রোববার (২২ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে উপজেলার ভৈরব-ময়মনসিংহ মহাসড়কের চরিয়াকোণায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, জেলার বাজিতপুর উপজেলা থেকে কটিয়াদী উপজেলার লক্ষী নারায়ণ জিউর আখড়ায় নাম সংকীর্ত্তণ অনুষ্ঠানে যোগ দিতে ৮ যাত্রী নিয়ে রওনা হয় মাইক্রোবাসটি। মাইক্রোবাসটি কটিয়াদী উপজেলার ভৈরব-ময়মনসিংহ মহাসড়কের চরিয়াকোণায় পৌঁছলে দুটি মোটরসাইকেলে করে এসে অবরোধকারীরা ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে মাইক্রোবাসটির কাঁচ ভেঙে যায় এবং চালক আহত হন।

কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) হাসান আল মাহমুদ বাংলানিউজকে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
 
বাংলাদেশ সময়: ০৬১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।