নড়াইল: নড়াইলের লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়ন ভূমি অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোর সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ভোরে ভূমি অফিসে হটাৎ আগুন দেখে তারা দ্রুত আগুন নিভিয়ে ফেলেন। তবে এরই মধ্যে অফিস কক্ষে থাকা কিছু ফাইল ও আসবাবপত্র পুড়ে যায়।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ লুৎফার রহমান বাংলানিউজকে জানান, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তবে খুব বেশি ক্ষতি হয়নি।
তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অফিস কক্ষের জানালা ভেঙে কেউ ভেতরে গিয়ে আগুন ধরিয়ে দিয়েছে।
বিষয়টি তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ০৯৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৫