ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে ছাদ থেকে পড়ে মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫
ময়মনসিংহে ছাদ থেকে পড়ে মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু

ময়মনসিংহ: ময়মনসিংহে বাসার ছাদ থেকে পড়ে নওরিন (২১) নামে ময়মনসিংহ মেডিকেল কলেজের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শহরের নতুন বাজার এলাকায় তিনি বাসার ছাদ থেকে পড়ে যান।



নিহত নওরিন তৃতীয় বর্ষের ডেন্টাল বিভাগের শিক্ষার্থী ও পরিকল্পনা বিভাগের সাবেক উপপরিচালক ডা. মো. নুরুল ইসলামের মেয়ে।

ময়মনসিংহ মেডিকেল কলেজের প্রিন্সিপ্যাল মতিউর রহমান জানান, খুব সম্ভবত নির্মাণাধীন একটি ভাড়া বাসার পাঁচতলার ছাদ থেকে অসাবধানতাবশত পড়ে যায় নওরিন।

ওই সময় তার বাবা-মা বাসায় ছিলেন না। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। এটা আত্মহত্যা নয় বলেও জানান তিনি।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ছাদ থেকে পড়ে গিয়ে ওই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বাংলাদেশ সময়: ০৩৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।