কুষ্টিয়া: কুষ্টিয়ার ছেঁউড়িয়া মোল্লাপাড়ার সাবু (৩০) প্রেসে কাজ করতেন। স্বপ্ন দেখেছিলেন বিয়ের।
পরিবারিকভাবেই দু’পক্ষের কথাবার্তা পাকাপাকি করতে গত শুক্রবার (২০ ফেব্রুয়ারি) কুষ্টিয়া থেকে ঢাকার উদ্দেশ্যে তার মা মর্জিনা খাতুন (৫৬) ও ভাইয়ের মেয়ে লাবনীকে (১৪) সাথে নিয়ে রওয়ানা হয়েছিলেন সাবু। পাত্রী পছন্দ হওয়ায় ঠিক হয়েছিল শুভলগ্ন। পাত্রীকে নাকফুলও পরিয়েছিলেন সাবুর মা।
বিয়ের আয়োজন দ্রুত সম্পন্ন করতে হবে তাই রোববার (২২ ফেব্রুয়ারি) সকালেই বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেন তারা। কিন্তু সব স্বপ্ন নিমেষেই উধাও হয়েছে পদ্মার পাটুরিয়ায় লঞ্চডুবির ঘটনায়।
সাবুর বাড়িতে এখন আনন্দের বদলে শোকের ছায়া। লঞ্চডুবিতে সাবু, তার মা মর্জিনা খাতুন ও ভাইয়ের মেয়ে লাবনী তিনজনই মারা গেছেন।
কুষ্টিয়া ছেঁউড়িয়ার মোল্লাপাড়া গ্রামের মৃত সাবু’র বড় ভাই লাবু বাংলানিউজকে জানান, সাবু বিয়ের পাত্রী পছন্দ করতে গিয়েছিল। পাত্রী পছন্দও হয়েছিল। নাকফুল পরিয়ে বাগদান সম্পন্ন করে বাড়ি ফেরার পথে লঞ্চডুবিতে তিনজনের মৃত্যু হয়।
স্বজনদের এ অকালমৃত্যু মানতে পারছেন না স্বজনরা। তাদের আহাজারি আর কান্নায় এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে।
পাটুরিয়ায় লঞ্চডুবির ঘটনায় উদ্ধার মৃতদেহের মধ্যে ২১ জনই কুষ্টিয়ার। এর মধ্যে ৩ পরিবারের ৯ সদস্য রয়েছে। তাদের পরিচয়ও মিলেছে।
এদের বাড়ি কুমারখালী, খোকসা, মিরপুর ও সদর উপজেলায়। নিহত স্বজনদের মধ্যে চলছে শোকের মাতম। কুষ্টিয়া জুড়ে নেমেছে শোকের ছায়া।
কুষ্টিয়া অতিরিক্ত পুলিশ সুপার আবু বক্কর সিদ্দিক বাংলানিউজকে জানান, জেলার খোকসা উপজেলার ৪ জন, কুমারখালী উপজেলার ১১ জন, সদর উপজেলার ৪ জন ও মিরপুর উপজেলার ২ জনের মৃতদেহ উদ্ধার হয়েছে।
কুমারখালী উপজেলার নিহতরা হলেন, সাবু (৩০), মর্জিনা খাতুন (৫৬), লাবনী (১৪), রেবেকা খাতুন (২৯), রাইসান (৩), বিথি খাতুন (১৪), মোস্তফা বিশ্বাস (৬০), হাফেজ ইউনুস আলী (৩০), ফাতেমা (২), মধুসুধন সাহা (৬৫) ও তারা ওরফে ডলি (৩০)।
কুষ্টিয়া সদর উপজেলার নিহতরা হলেন, নাসির (২৯), নাইমা (৬), মেহেদী হাসান বাপ্পী (৩২) ও নবনীতা কুমার পাল (৩০)।
খোকসা উপজেলার নিহতরা হলেন, লতা (২২), পুলক (২), এনামূল (১৪) ও গোলাম মোস্তফা (৫৭)।
মিরপুর উপজেলার আমলা সদরপুর স্কুল পাড়া’র আনসার আলী’র ছেলে আসাদুল হক (২৭) ও ঘোষপাড়া গ্রামের আয়ুব ইসলামের ছেলে শরিফুল ইসলাম (২৫)।
কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহা আক্তার জানান, প্রশাসন তদারকির মাধ্যমে নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সবার লাশ সুষ্ঠুভাবে দাফন করা হয়েছে।
বাংলাদেশ সময়: ০৪০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫