ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

ফটোসাংবাদিক সোহান আর নেই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫
ফটোসাংবাদিক সোহান আর নেই প্রতীকী

ঢাকা: দৈনিক ইত্তেফাক-এর সাবেক ফটো সাংবাদিক মীর মহিউদ্দিন সোহান আর নেই (ইন্না লিল্লাহি...রাজিউন)।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমএসএসইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।



মীর মহিউদ্দিন সোহান জাতীয় প্রেসক্লাব ও বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (বিপিজেএ) সিনিয়র সদস্য ছিলেন। মৃত্যুকালে স্ত্রী ও এক মেয়ে রেখে গেছেন তিনি।

সোহানের সাংবাদিকতার হাতেখড়ি ময়মনসিংহ শহরে। প্রায় তিন দশক তিনি ইত্তেফাক পত্রিকায় কর্মরত থেকে স্বেচ্ছায় অবসর নিয়েছিলেন।

বাংলাদেশ সময়: ০৮২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।