দিনাজপুর: দিনাজপুরের বিরামপুর উপজেলার মনিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, ছয় রাউন্ড তাজা গুলিসহ দু’টি ম্যাগজিন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে আটটার সময় মনিরামপুর বিজিবি ক্যাম্পের টহলরত একটি দল অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র উদ্ধার করে।
ফুলবাড়ী ২৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক (সিও) লে. কর্নেল জাহিদুর রশিদ বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে বিরামপুর উপজেলার মনিরামপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে পরিত্যাক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, ছয় রাউন্ড গুলিসহ দু’টি ম্যাগজিন উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র সীমান্ত দিয়ে চোরাচালানের মাধ্যমে নিয়ে আসা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ০৯২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫