বরিশাল ও ভোলা: ভোলা ও বরিশালের সীমান্তবর্তী কালীগঞ্জ এলাকায় মেঘনার মাঝনদীতে ইঞ্জিন বিকল হয়ে আটকে পড়া এমভি সোনারগাঁও বরিশালের চরমোনাইয়ে পৌঁছেছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল আটটা ৪০ মিনিটে লঞ্চটি বরিশালের চরমোনাইয়ে পৌঁছে।
যাত্রীদের বরাত দিয়ে ভোলার ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ বশির আহমেদ জানান, যান্ত্রিক ত্রুটির সমাধান হয়ে গেলে মঙ্গলবার সকাল সোয়া সাতটার দিকে এমভি সোনারগাঁও রওনা দিয়ে সকাল আটটা ৪০ মিনিটে চরমোনাই ঘাটে নিরাপদে পৌঁছে।
তিনি আরো জানান, চট্টগ্রাম থেকে দুই হাজার যাত্রী নিয়ে এমভি সোনারগাঁও নামে একটি লঞ্চ চরমোনাই পীরের মাহফিলের দিকে যাচ্ছিল। পথে সোমবার রাত নয়টার দিকে ভোলা ও বরিশালের সীমান্তবর্তী কালীগঞ্জ এলাকায় এসে লঞ্চের ইঞ্জিন বিকল হয়ে যায়।
বিকল্প ব্যবস্থা না হওয়ায় রাতে লঞ্চটি মাঝনদীতে নোঙর করে রাখা হয়। লঞ্চের সব যাত্রীই চট্টগ্রাম থেকে বরিশালের চরমোনাই মাওফিলের উদ্দেশে যাচ্ছিল।
** ২ হাজার যাত্রী নিয়ে মেঘনায় লঞ্চ আটকা
বাংলাদেশ সময়: ০৯১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫