ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

নীলফামারীতে মোটরসাইকেলের সংঘর্ষে ২ আরোহী আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫
নীলফামারীতে মোটরসাইকেলের সংঘর্ষে ২ আরোহী আহত

নীলফামারী: নীলফামারীতে দু’টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই আরোহী গুরুতর আহত হয়েছেন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে সৈয়দপুর-ডোমার সড়কের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।



আহতরা হলেন-সৈয়দপুর উপজেলার ওয়াপদা মোড় এলাকার প্রভাষ চন্দ্রের ছেলে বুলবুল (২৫) ও দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার বেলাই কুটিপাড়া গ্রামের জসিম উদ্দিনের ছেলে রাকিবুল ইসলাম (২৭)।
 
নীলফামারী সদর থানার উপপরিদর্শক (এসআই) আসাদুজ্জামান আসাদ বাংলানিউজকে জানান, রাতে রাকিবুল মোটরসাইকেলে করে পাবর্তীপুর যাচ্ছিলেন এবং বুলবুল নীলফামারী থেকে সৈয়দপুর আসছিলেন। পথে সৈয়দপুর-ডোমার সড়কের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে দু’টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই আরোহী গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে নীলফামারী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। তবে তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাতেই সেখানে দায়িত্বরত চিকিৎসক তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

নীলফামারী ফায়ার স্টেশনের টিম লিডার ফরহাদ হোসেন জানান, দুমড়ে মুচড়ে যাওয়া মোটরসাইকেল দু’টি নীলফামারী থানায় রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।