চাঁদপুর: চাঁদপুর ও মতলবে পৃথক অভিযানে তিন লাখ ২০ হাজার মিটার কারেন্ট জাল ও ৪২০ কেজি জাটকা জব্দ করেছে কোস্ট গার্ড।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে চাঁদপুরে বিকল্প লঞ্চঘাটে এমভি মর্নিংসান নামে যাত্রীবাহী একটি লঞ্চে অভিযান চালিয়ে কারেন্ট জাল ও মতলবের এখলাসপুরে এমভি প্লোটিলা নামে অপর একটি লঞ্চে অভিযান চালিয়ে ৪২০ কেজি জাটকা জব্দ করা হয়।
কোস্টগার্ড বাংলানিউজকে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কয়েকটি লঞ্চে অভিযান চালানো হয়। এ সময় এমভি প্লোটিলা ও মর্নিংসান লঞ্চ থেকে জাটকা ও কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত কারেন্ট জালের মূল্য প্রায় দেড় কোটি টাকা।
চাঁদপুর কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এম হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ফেলা ও জাটকাগুলো গরীবদের মাঝে বিতরণ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১০১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫