ঢাকা: মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য পলাতক ইঞ্জিনিয়ার আব্দুল জব্বারের মামলার রায়কে কেন্দ্র করে ট্রাইব্যুনাল এলাকায় বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে।
তবে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ট্রাইব্যুনাল ও এর আশপাশের এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে।
রায়কে কেন্দ্র করে বাড়তি নিরাপত্তার পাশাপাশি গোয়েন্দা তৎপরতাও রয়েছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সহকারী কমিশনার (পেট্রোল) ইনামুল হাসান বাংলানিউজকে বলেন, আসামি আবদুল জব্বার পলাতক। তবে তার রায়কে কেন্দ্র করে যাতে কোথাও নাশকতামূলক কর্মকাণ্ড না ঘটে সে ব্যাপারে আমরা সতর্ক রয়েছি।
তবে দোয়েল চত্বরসহ আশ-পাশের সড়কে অন্যান্য সময় যান চলাচল বন্থ থাকলেও এবার স্বাভঅবিক রয়েছে বলে জানান তিনি।
মঙ্গলবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল জব্বারের মামলার রায় ঘোষণা করবেন।
ট্রাইব্যুনালের বিচারিক প্যানেলের অন্য দুই সদস্য হচ্ছেন বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি আনোয়ারুল হক।
ইঞ্জিনিয়ার আব্দুল জব্বার পাঁচটি মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত। এগুলোতে ৩৬ জনকে হত্যা-গণহত্যা, ২শ’ জনকে ধর্মান্তরিতকরণ এবং লুণ্ঠন ও অগ্নিসংযোগ করে ৫৮৭টি বাড়ি-ঘর ধ্বংস করার অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে।
১৯৮৮ ও ১৯৮৬ সালে জাতীয় পার্টির সংসদ সদস্য ছিলেন ইঞ্জিনিয়ার জব্বার। ৮০ বছর বয়সী জব্বার পালিয়ে ছেলে-মেয়ের সঙ্গে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অবস্থান করছেন বলে প্রসিকিউশনের ধারণা।
বাংলাদেশ সময়: ১০১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫