ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

৪৭ দিন পর ময়মনসিংহ আদালতের কার্যক্রম চালু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫
৪৭ দিন পর ময়মনসিংহ আদালতের কার্যক্রম চালু ফাইল ফটো

ময়মনসিংহ: জেলার ২০ দল ও ১৪ দলের আইনজীবীদের একাধিক সমঝোতা বৈঠকের পর হরতাল-অবরোধের মধ্যে ফের ময়মনসিংহ জেলা দায়রা জজ আদালতের কার্যক্রম চালু হয়েছে।

টানা ৪৭ দিন বন্ধ থাকার পর সোমবার (২৩ ফেব্রুয়ারি) আইনজীবী ও বিচারপ্রার্থীদের পদাচারণায় সরব হয়ে উঠে ময়মনসিংহের আদালত প্রাঙ্গণ।



এর আগে ১৯৯৫ সালের ১৯ এপ্রিল ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতি রেজুলেশন করে হরতাল চলাকালে আইনজীবীরা আদালতে কর্যক্রম চালাবেন না মর্মে সিদ্ধান্ত নেন।

এর পর থেকে হরতাল-অবরোধ চলাকালে আদালত বসলেও আইনজীবীদের অনুপস্থিতির কারণে সব কার্যক্রম বন্ধ থাকে।
                  
আদালত সূত্রে জানা যায়, গত ৫ জানুয়ারি থেকে টানা ৪৭ দিন আদালত কার্যক্রম বন্ধ থাকায় এক হাজার ৬৪ জন আসামি আইনি সুবিধা থেকে বঞ্চিত হয়ে জেল হাজতে রয়েছেন। একই সঙ্গে বেড়েছে মামলার জট, ঝুলে রয়েছে অসংখ্য রিমান্ড শুনানি। এছাড়া জামিনযোগ্য আসামিরা জামিন না পাওয়ায় ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে বেড়েছে বন্দির সংখ্যা।

সম্প্রতি এসব বিষয় বিবেচনায় নিয়ে ১৪ দলপন্থী প্রায় শতাধিক আইনজীবী লিখিতভাবে আইনজীবী সমিতির কাছে আবেদন করে হরতাল-অবরোধে আদালতের কার্যক্রম চালু রাখার দাবি জানান।

গত ১৭ ফেব্রুয়ারি এ বিষয়ে আইনজীবী সমিতির জরুরি সভা বসলে ২০ দল ও ১৪ দলপন্থী আইনজীবীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে ওইদিন সিদ্ধান্ত ছাড়াই সভা মূলতবি করা হয়।

রোববার ( ২২ ফেব্রুয়ারি) আইনজীবীদের মতবিনিময় সভায় লাগাতার হরতাল চলাকালে সপ্তাহের পাঁচ কার্যদিবসের একদিন আইনজীবীরা আদালতের কার্যক্রমে অংশগ্রহণ করবেন না মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়।

এ বিষয়ে ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল হক বলেন, লাগাতার হরতালে সপ্তাহের পাঁচ কার্যদিবসের একদিন আইনজীবীরা আদালতের কার্যক্রমে অংশগ্রহণ করবেন না।

আর যদি একদিনের হরতাল হয়, তাহলে শুধু ওইদিন আইনজীবীরা আদালতের কার্যক্রমে অংশগ্রহণ করবেন না বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১০১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।