মধুপুর(টাঙ্গাইল): টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় গরুবাহী ট্রাক উল্টে মো. জাহাঙ্গীর (২৫) নামে ট্রাকের হেলপার নিহত হয়েছেন। এ সময় ট্রাকচাপা পড়ে একটি গরুও মারা গেছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ছয়টার দিকে উপজেলার নল্ল্যা বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাহাঙ্গীর টাঙ্গাইলের ভূয়াপুর উপজেলার খানরবাড়ী গ্রামের বাঘা মিয়ার ছেলে বলে জানা গেছে।
আহতদের আশঙ্কাজনক অবস্থায় মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে দায়িত্বরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) পাঠায়।
এরা হলেন-গরু ব্যবসায়ী আবুল কালাম (৪৫), চানমিয়া (৩৫) ও আব্দুল কাদের (৩০)। তারা সবাই জামালপুর জেলার দেওয়ানগঞ্জের বাসিন্দা।
উদ্ধার কর্মী মধুপুর ফায়ার সার্ভিস স্টেশনের সহকারী স্টেশন কর্মকর্তা আলাউদ্দিন বাংলানিউজকে জানান, জামালপুর এলাকা থেকে ১২টি গরু নিয়ে ট্রাকটি নল্ল্যা বাজারে আসছিল। পথে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি উল্টে যায়। এতে ট্রাক চাপা পড়ে ঘটনাস্থলেই হেলপার জাহাঙ্গীর ও একটি গরু মারা যায়।
ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে ধনবাড়ী থানায় মামলা হয়েছে।
বাংলাদেশ সময়: ১০৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫