ঢাকা: মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য পলাতক ইঞ্জিনিয়ার আব্দুল জব্বারের সর্বোচ্চ শাস্তি দাবি করছে গণজাগরণ মঞ্চ।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রায়কে ঘিরে শাহবাগে অবস্থান নেওয়া মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার বাংলানিউজকে বিষয়টি জানান।
তিনি বলেন, মুক্তিযুদ্ধের সময় কুখ্যাত শান্তি কমিটির চেয়ারম্যান আবদুল জব্বার যে অপরাধ করেছে, সেই অপরাধের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড।
‘আর সেই রায়ের প্রত্যাশায় শাহবাগে অবস্থান
নিয়েছে গণজাগরণ মঞ্চ’—বলেন তিনি।
বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫