সাতক্ষীরা: সাতক্ষীরা শহরে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতের ধারালো অস্ত্রের আঘাতে গৃহকর্তাসহ চারজন আহত হয়েছেন।
ডাকাতরা ৫০ হাজার টাকা, ১২ ভরি সোনার গহনা ও একটি দামি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে সাতক্ষীরা পৌরসভার পুরাতন সাতক্ষীরা ঘোষপাড়ার ভিসা এজেন্সির মালিক অশোক ঘোষের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত অশোক ঘোষ, তার মা, স্ত্রী ও ছেলেকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন অশোক ঘোষের ছেলে জয় ঘোষ বাংলানিউজকে জানান, রাতে একদল ডাকাত ধারালো দা, ছুরিসহ দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে তাদের বাড়িতে হানা দেয়। এ সময় বাধা দেওয়ায় ডাকাতরা তার বাবা অশোক ঘোষ, মা, দাদি ও তাকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে। রাতেই স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
অশোক ঘোষ জানান, ডাকাতরা ৫০ হাজার টাকা, ১২ ভরি সোনার গহনা ও একটি দামি মোবাইল ফোন লুট করে নিয়ে গেছে।
সাতক্ষীরা সদর থানার দায়িত্বরত কর্মকর্তা সহকারী উপ-পরিদর্শক (এএসআই) লিটন বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, চলতি বছরের প্রথম থেকেই সাতক্ষীরা শহরে এক/দুই দিন বিরতি দিয়ে চুরি-ডাকাতির ঘটনা ঘটছে।
বাংলাদেশ সময়: ১০৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫