ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

নেত্রকোনায় স্ত্রী হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫
নেত্রকোনায় স্ত্রী হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড

নেত্রকোনা: নেত্রকোনায় শিল্পী আক্তার (৩৬) হত্যা মামলায় স্বামী আব্দুস সালামকে (৪০) মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সোয়া ১১টার দিকে আসামির উপস্থিতিতে অতিরিক্ত জেলা দায়রা জজ আব্দুল হামিদ এ রায় দেন।



দণ্ডপ্রাপ্ত সালাম জেলার দুর্গাপুর উপজেলার দুবরাজপুর গ্রামের মৃত মুনসুর আলীর ছেলে।

মামলার অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) সাইফুল আলম প্রদীপ বাংলানিউজকে জানান, উপজেলার দুবরাজপুর গ্রামের মৃত হোসেন আলীর মেয়ে শিল্পী আক্তারের সঙ্গে একই গ্রামের মৃত মুনসুর আলীর ছেলে সালামের পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর দাম্পত্য জীবনে তাদের দুই সন্তানের জন্ম হয়।

এরপর থেকেই শিল্পীর সঙ্গে সালামের ঝগড়া বিবাদ লেগেই থাকত। ২০০৭ সালের ১২ অক্টোবর দুপুরে সালাম শিল্পীকে পিঠা তৈরি করতে বলেন। শিল্পী ঘরে থাকা চালের গুড়ি দিয়ে পিঠা হবেনা জানালে উত্তেজিত হয়ে সালাম রাম দা দিয়ে তাকে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শিল্পীর মৃত্যু হয়।

এ ঘটনায় মৃতের ভাই শহর আলী বাদী হয়ে ওই দিনই দুর্গাপুর থানায় মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে ২০০৭ সালের ১২ ডিসেম্বের আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে। আদালত দীর্ঘ শুনানি শেষে মঙ্গলবার এ রায় দেন।

মামলার আসামিপক্ষে আইনজীবী ছিলেন রেজাউল করিম।

বাংলাদেশ সময়: ১১৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।