পাটুরিয়া ঘাট থেকে : `আব্বু, আব্বু, তুমি কোথায়? তুমি আমাদের স্কুলে নিয়ে যাবে না, তুমি রাগ করেছো, তাই আসবে না? তোমাকে আর জ্বালাবো না, তবুও তুমি ফিরে আসো আব্বু।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে পদ্মা নদীর পাড়ে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে বাবার খোঁজে অপেক্ষারত আট বছর বয়সী শিশু সাদনীন বিন মেহফুজ এমনি করে বিলাপ করছিলো।
পাটুরিয়া ঘাটে লঞ্চ এমভি মোস্তফা-৩ ডুবিতে নিখোঁজ বেসরকারি সংস্থা ব্র্যাকের প্রধান কার্যালয়ের অডিট অফিসার মোস্তফা মেহফুজ দানাকে (৩৬) খুঁজতে আসা স্বজনরা পদ্মার পাড়ে আপেক্ষায় থাকাকালীন এমনই হৃদয় বিদারক পরিস্থিতি লক্ষ্য করা যায়।
ছোট এই ছেলে তার দাদুকে জড়িয়ে ধরে শুধু বলছে, দাদু লঞ্চতো পাড়ে আসলো, তাহলে আমার আব্বু কেন ফিরে আসছে না? আমরা কি আব্বুকে নিয়ে যেতে পারবো না?
নিখোঁজ মোস্তফা মেহফুজ দানার বাবা টিঅ্যান্ডটির অবসরপ্রাপ্ত উপ-সহকারী প্রকৌশলী মো. আবদুস সামাদ (৬০) নাতির এমন প্রশ্নে কোনো উত্তর দিতে পারছেন না। শুধু মন ভোলানো আশা দিয়ে বলছেন, দাদু তোমার বাবার কিছু হয় নাই। তোমার বাবা অফিসের কাজে বাইরে গেছে, তাই কাজ শেষ করেই ফিরে আসবে।
কাতারপ্রবাসী বড় ভাই মোস্তফা মেহবুব রানা আদরের ছোট ভাই দানার পদ্মা নদীতে নিখোঁজের সংবাদ শুনে দেশে ফিরে আসেন।
ছোট ভাইয়ের ছেলে সাদনীন বিন মেহফুজ এবং দেড় বছরের মেয়ে শিরিন ছাছিনকে বুকে নিয়ে পাগলের মতো পদ্মা পাড়ে খুঁজছেন বড় ভাইকে।
জীবিত ফিরে পাওয়ার আশা ছেড়ে দিয়ে এখন স্বজনরা লাশের অপেক্ষায় প্রহর গুণছেন।
লঞ্চ ডুবির ঘটনায় ৭০ জন নারী, পুরুষ ও শিশুদের লাশ উদ্ধার হলেও নিখোঁজের তালিকায় রয়েছেন মোস্তফা মেহফুজ দানা।
নিখোঁজ মোস্তফা মেহফুজ দানার স্ত্রী সাদিয়া আফরিন রুনা (পারুল) স্বামীকে হারিয়ে বার বার শুধু অজ্ঞান হয়ে পড়ছেন। জ্ঞান ফিরলে শুধু বলেছেন, তুমি কোথায়? আমাদের ফাঁকি দিলে কেন? তোমার জন্য ছেলে মেয়ে খেতে চায় না। তুমি ফিরে আসো।
এদিকে বগুড়া জেলার বালিয়াদিঘী গ্রামের মো. আবদুস সামাদের ছেলে দানার গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। বন্ধু-বান্ধব ছুঁটে যাচ্ছেন শোকার্ত পরিবারের সমবেদনা জানানোর জন্য।
নিখোঁজ দানা স্ত্রী, ছেলে ও মেয়েকে নিয়ে রাজধানীর ৫৮/৪/এ কদমতলা (৩য় তলা), ঢাকা-১২১৪ বসবাস করতেন।
অফিসের কাজে কয়েকজন সহকর্মীসহ কুষ্টিয়া যাওয়ার পথে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে লঞ্চ এমভি মোস্তফা-৩ ডুবির ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন তিনি।
কেউ কোথাও দানার লাশ অথবা জীবিত পেলে (০১৭১৭-০০০২৫৬) এই নম্বরে দানার পরিবার থেকে যোগাযোগের জন্য অনুরোধ জানানো হয়েছে।
রোববার ( ২২ ফেব্রুয়ারি) পদ্মায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে দেড় শতাধিক যাত্রী নিয়ে ডুবে যায় এমভি মোস্তফা-৩ নামের একটি লঞ্চ। এ ঘটনায় ৭০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। অনেকে এখনও নিখোঁজ রয়েছেন।
বাংলাদেশ সময়: ১২০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫