ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে ভূমি অফিসে আগুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫
রাজশাহীতে ভূমি অফিসে আগুন বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: রাজশাহীর চারঘাট উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার কক্ষে আগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় পুড়ে গেছে প্রয়োজনীয় দলিল‍াদি ও আসবাবপত্র।



মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৬টার দিকে এ নাশকতার ঘটনা ঘটে।

খবর পেয়ে সকাল ১০টার দিকে রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দেওয়ান মোহাম্মদ শাহরিয়ার ফিরোজ, চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল সাবরিন ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিউল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

উপজেলা সদর ভূমি অফিসের সহকারী শরফুদ্দিন ও অফিস সহকারী মামুন জানান, সকালে জানালার কাঁ‍চভাঙার শব্দে তাদের ঘুম ভাঙলে সার্ভেয়ার কক্ষে গিয়ে আগুন জ্বলতে দেখেন। এ সময় তারা দ্রুত পানি ঢেলে আগুন নিভিয়ে ফেলেন। কিন্তু ততক্ষণে অনেক ক্ষয়-ক্ষতি হয়ে যায় বলে জানান তারা।

রাজশাহীর চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার গোলাম মোর্ত্তুজা জানান, এ ঘটনায় একটি নাশকতার মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।