ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

ঠাকুরগাঁওয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫
ঠাকুরগাঁওয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় বেলাল হোসেন (৩০) নামে এক পথচারী ও অজ্ঞাতপরিচয় এক যুবক নিহত ও দুইজন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের সামনে ও তুরুকপাতায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বেলাল সদর উপজেলার শীবগঞ্জ গ্রামের সামসুল হকের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ১০টায় ঠাকুরগাঁও হাসপাতালের সামনে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী বেলাল হোসেন মারা যান। এ সময় ওই মোটরসাইকেলের চালক জহুরুল করিম গুরুতর আহত হন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

এদিকে, সাড়ে ১০টায় সদর উপজেলার তুরুকপাতায় একটি ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে গাড়ির হেলপার ঘটনাস্থলেই মারা যান। এ সময় আহত হন ওই ট্রলির চালক। তবে তাদের নাম জানা যায়নি।

ঠাকুরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত‍া (ওসি) একেএম মেহেদী হাসান দুর্ঘটনায় নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৩০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।