ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

উত্তরবঙ্গের আদিবাসীদের ওপর নির্যাতন বন্ধের দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫
উত্তরবঙ্গের আদিবাসীদের ওপর নির্যাতন বন্ধের দাবি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: উত্তরবঙ্গের আদিবাসীদের ওপর চলমান সহিংসতা, উচ্ছেদ, হত্যা, ধর্ষণ ও নির্যাতন বন্ধের দাবি জানিয়েছে জাতীয় আদিবাসী পরিষদ ও কাপেং ফাউন্ডেশন।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে ঢাকা রিপোটার্স ইউনিটির (ডিআরইউ) গোলটেবিল মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সংগঠন দু’টির পক্ষে এ দাবি জানানো হয়।



সংবাদ সম্মেলনে সহিংসতার শিকার আদিবাসী নারী, পুরুষ ও শিশুদের উপযুক্ত ক্ষতিপূরণ, চিকিৎসা ও আইনি সহায়তা প্রদান, সহিংসতায় জড়িত ব্যক্তিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

এছাড়াও খাস জমি-জঙ্গল-জলাধার ভূমিহীন ও দরিদ্র আদিবাসীদের মধ্যে বণ্টনের ব্যবস্থা করাসহ ৫ দফা দাবি উপস্থাপন করা হয়।

ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য বলেন, দেশে দুর্যোগ হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় প্রান্তিক জনগোষ্ঠী।

তিনি বলেন, দেশজুড়ে আজ মান্না-খোকা ছাড়া আর কোনো সংবাদ নেই। সংবাদপত্রগুলো দেখলে মনে হয় দেশে আর কোনো সমস্যা নেই।

রাষ্ট্রভাষা বাংলার সংগ্রামে আদিবাসীরা জেল খেটেছেন, অথচ তারাই আজ সর্বাধিক ক্ষতিগ্রস্ত। তারাই পরিত্যক্ত ও অভিশপ্ত জীবন যাপন করছেন।

এ অপশক্তির হাতে রাষ্ট্র আজ জিম্মি উল্লেখ করে তিনি বলেন, এদের প্রতিহত করতে আমাদের আন্দোলন শুরু হয়েছে। এ আন্দোলন চলবে।
 
সংবাদ  সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন আদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ সরেন।

অন্যান্যের মধ্যে কাপেং ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক পল্লব চাকমা, বাংলাদেশ ওয়াকার্স পার্টির পলিটব্যুরো সদস্য আনিসুর রহমান মল্লিক, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় সদস্য রুহীন হোসেন প্রিন্স উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।