সাতক্ষীরা: সাতক্ষীরার আশাশুনি উপজেলায় অভিযান চালিয়ে একটি বাঘের চামড়া ও চারটি হরিণের চামড়াসহ পাচারকারী চক্রের তিন সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-ছয়ের সদস্যরা।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে উপজেলার বুধহাটা এলাকা থেকে তাদের আটক করা হয়।
র্যাব-ছয়ের সাতক্ষীরা ক্যাম্প কমান্ডার সহকারী পুলিশ সুপার (এএসপি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ শেষে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।
বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫।