ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

আশাশুনিতে বাঘ-হরিণের চামড়া উদ্ধার, আটক ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫
আশাশুনিতে বাঘ-হরিণের চামড়া উদ্ধার, আটক ৩ ফাইল ফটো

সাতক্ষীরা: সাতক্ষীরার আশাশুনি উপজেলায় অভিযান চালিয়ে একটি বাঘের চামড়া ও চারটি হরিণের চামড়াসহ পাচারকারী চক্রের তিন সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-ছয়ের সদস্যরা।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে উপজেলার বুধহাটা এলাকা থেকে তাদের আটক করা হয়।



র‌্যাব-ছয়ের সাতক্ষীরা ক্যাম্প কমান্ডার সহকারী পুলিশ সুপার (এএসপি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ শেষে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।

বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।