ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

রায় প্রত্যাখ্যান গণজাগরণ মঞ্চের, বিকেলে মশাল মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫
রায় প্রত্যাখ্যান গণজাগরণ মঞ্চের, বিকেলে মশাল মিছিল প্রতীকী

ঢাকা: মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জাতীয় পার্টির সাবেক ভাইস চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য পলাতক ইঞ্জিনিয়ার আব্দুল জব্বারকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১’র দেওয়া আমৃত্যু কারাদণ্ডাদেশ রায়কে প্রত্যাখ্যান করেছে গণজাগরণ মঞ্চ।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে রায় ঘোষণার পরই রায়ের বিরুদ্ধে তাদের অবস্থান তুলে ধরেন মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার।



তিনি বলেন, কুখ্যাত রাজাকার আব্দুল জব্বারের বিরুদ্ধে সব অভিযোগ প্রমাণিত হওয়ার পরও, যে রায় হয়েছে তা প্রত্যাশিত নয়। এ রায় মুক্তিযোদ্ধাদের স্বপক্ষের শক্তির জনগণের কোনোভাবেই কাম্য নয়। বয়স বিবেচনায় প্রাপ্ত শাস্তি থেকে অব্যহতি দেওয়া ট্রাইব্যুনালের বিচার ব্যবস্থাকে প্রশ্নের সম্মুখীন হতে হবে।

ইমরান এইচ সরকার বলেন, ক্ষমতাসীনদের রাজনীতির অংশদারিত্বের কারণে এ রায় দেওয়া হতে পারে, মানুষের মনে প্রশ্ন উঠতে পারে। এমন প্রশ্ন যেন না উঠে সে দিকে ট্রাইব্যুনালকে সতর্ক থাকতে হবে।

কুখ্যাত এ যুদ্ধাপরাধীর সর্বোচ্চ শাস্তির দাবিতে বিকেল পাঁচটায় শাহবাগ থেকে মশাল মিছিল করা হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৩৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।