ঢাকা: যারা সংলাপের কথা বলছেন, তারা দেশ ও সেনাবাহিনীর বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে সহিংসতা বিরোধী সমাবেশে তিনি এ অভিযোগ করেন।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উদ্যোগে এ প্রতিবাদী সমাবেশের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ড. হাছান বলেন, এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। এজন্য সরকারের প্রতি দাবি জানাচ্ছি আমি।
‘যারা লাশের ওপর দিয়ে ক্ষমতায় যেতে চান, তাদের সেই আশা কোনো দিনই পূরণ হবে না’ বলেন—যোগ করেন তিনি।
‘খালেদা জিয়া হরতালকে কৌতুকে পরিণত করেছেন’ দাবি করে সাবেক এই পরিবেশমন্ত্রী বলেন, যারা হরতালের নামে দেশে মানুষ মারছে, জনগণের সঙ্গে কৌতুক করছে, তাদের বিচার হবেই।
সমাবেশে অন্যদের মধ্যে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা শামসুল হক টুকু, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ আলম মুরাদ, অগ্রণী ব্যাংকের পরিচালক অ্যাডভোকেট বলরাম পোদ্দার ও আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ বক্তব্য দেন।
বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫