মানিকগঞ্জ: মানিকগঞ্জের ভাটবাউর এলাকার গুডলাক সিএনজি ফিলিং স্টেশনের সামনে কাভার্ডভ্যান চাপায় সোহেল (২৭) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোহেল (২৭) ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার কাতেরপুল এলাকার ফজলুল হকের ছেলে।
পুলিশ জানায়, সোহেল মোটরসাইকেলে করে ঢাকায় যাচ্ছিল। পথে ভাটবাউর এলাকার গুডলাক সিএনজি ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে পেছন থেকে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সোহেলের মৃত্যু হয়।
মানিকগঞ্জ সদর থানার উপপরির্দশক (এসআই) রহমত আলী বাংলানিউজকে জানান, কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো এবং এ ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫