ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

‘আর কত অপেক্ষা করুম’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫
‘আর কত অপেক্ষা করুম’ ছবি: (ফাইল ফটো)

সাভার (ঢাকা): সাভারে রানাপ্লাজা ধসের ২২ মাস পূর্তিতে ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবিতে মানববন্ধন-প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে রানাপ্লাজার সামনে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতির উদ্যোগে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে ক্ষতিগ্রস্ত শ্রমিক এবং তাদের স্বজনেরা অংশ নেন।



এ প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতির কেন্দ্রীয় কমিটির সদস্য দীপক ও সংগঠনের সমন্বয়ক তাসলিমা আখতার।

ক্ষতিগ্রস্ত শ্রমিকদের একজন ক্ষোভ প্রকাশ করে বলেন, ক্ষতিপূরণের জন্য আর কত অপেক্ষা করুম। সময়তো কম গেল না। কবে আমরা মইরা যামু কে জানে!

এসময় বক্তারা সরকারের কাছে ক্ষতিগ্রস্ত শ্রমিকদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবি জানান।

রানাপ্লাজা ধসের জন্য দায়ীদের শাস্তি নিশ্চিত করার দাবিও ওঠে সমাবেশ থেকে।

বাংলাদেশ সময়: ১৪৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।