ঢাকা: নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না ‘নিখোঁজ’ উল্লেখ করে রাজধানীর বনানী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে তার পরিবার।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে বনানী থানায় মান্নার ভাবি বেগম সুলতানা এ জিডিটি করেন।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ভূঁইয়া মাহবুব হোসেন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, জিডিতে মান্না ‘নিখোঁজ’ রয়েছেন উল্লেখ করা হয়েছে। তবে এ বিষয়ে কোনো অভিযোগ করেননি তার পরিবারের সদস্যরা।
এর আগে সোমবার দিনগত রাতে রাজধানীর বনানীর এক আত্মীয়ের বাসা থেকে পুলিশ পরিচয় দিয়ে মান্নাকে আটক করা হয় বলে দাবি করেছেন তার পরিবার।
যদিও বিষয় অস্বীকার করছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
বাংলাদেশ সময়: ১৪৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫
** এবার ডাকসু থেকে বিতাড়িত মান্না
** মাহমুদুর রহমান মান্না আটক, ডিবির অস্বীকার