ঢাকা: রাজধানীর সবুজবাগ থানাধীন কমলাপুর স্কুল সংলগ্ন রাস্তা পার হতে গিয়ে বাসচাপায় আনুমানিক ৪০ বছর বয়সের অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি মারা গেছেন।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ২টার পর এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির পকেট থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হলেও পরিচয় জানা যায়নি।
সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, নিহত ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
বাসটি আটক করা যায়নি বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫