গাজীপুর: নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার কুশপুতুল দাহ করেছে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) শাখা ছাত্রলীগ।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে ডুয়েট ক্যাম্পাসে এ কুশপুতুল দাহ করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, মাহমুদুর রহমান মান্নার বিচার দাবিতে ডুয়েট শাখা ছাত্রলীগের সভাপতি আবদুল্লাহ আল মাসুম ও সাধারণ সম্পাদক মো. কামাল হোসেনের নেতৃত্বে ছাত্রলীগ মিছিল ও সমাবেশ কর্মসূচি পালন করে। সমাবেশ শেষে মান্নার কুশপুতুল পোড়ানো হয়।
বিএনপি নেতা সাদেক হোসেন খোকা ও অজ্ঞাত এক ব্যক্তির সঙ্গে রাষ্ট্রবিরোধী কথোপকথনের সূত্র ধরে মাহমুদুর রহমান মান্নার বিরুদ্ধে এ আন্দোলন।
বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫, আপডেট ১৬৫০