ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

নাটেশ্বরে বৌদ্ধনগরী পরিদর্শনে চীন-কোরিয়ার প্রতিনিধিদল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫
নাটেশ্বরে বৌদ্ধনগরী পরিদর্শনে চীন-কোরিয়ার প্রতিনিধিদল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীর নাটেশ্বরে সম্প্রতি ‍আবিস্কৃত প্রায় দেড় হাজারের পুরাতন বৌদ্ধনগরী পরিদর্শন করেছেন চীন, দক্ষিণ কোরিয়া ও ভারতের একটি প্রতিনিধিদল।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত তিন দেশের ৩০ সদস্যের এ প্রতিনিধিদলটি নাটেশ্বর গ্রামের আবিস্কৃত স্থাপনা ও সদর উপজেলার বজ্রযোগনীতে অতীশ দীপঙ্করের জন্মভিটা ঘুরে দেখেন।

 


এ সময় দক্ষিণ কোরিয়ার স্বর্গীয় সংস্কৃতি বিশ্বশান্তি সংগঠনের কর্মকর্তা মিজ জেমি লি ও চীনের তিব্বতের বৌদ্ধ অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান দ্রুবকান উপস্থিত ছিলেন।

দ্রবকান এ সময় প্রত্নতত্ত্ব গবেষণা প্রকল্পের সঙ্গে  সংশ্লিষ্টদের ও সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিক্রমপুরে প্রত্নতাত্ত্বিক খনন ও গবেষণা প্রকল্পের পরিচালক ড. নূহ উল আলম লেনিন বলেন, আবিস্কৃত বৌদ্ধনগরী সর্ম্পকে প্রতিনিধিদলকে বিস্তারিত জানানো হয়েছে। এ বৌদ্ধনগরী আবিস্কারের মধ্য দিয়ে চীন ও বাংলাদেশ সরকারের সর্ম্পক আরও বৃদ্ধি পাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেছেন।

তিনি আরো জানান, অতীশ দীপঙ্করের জন্মভিটা বিক্রমপুরে আরো ব্যাপক কাজের আশ্বাস দিয়েছেন তিব্বতের বৌদ্ধ অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ও চীনের চাইনিজ পিপলস পলিটিক্যাল কনসাল্টেটিভ কনফারেন্সের স্থায়ী কমিটির সদস্য দ্রুবকান।
বিক্রমপুর অঞ্চলে প্রত্নতাত্ত্বিক খনন ও গবেষণা প্রকল্পের পরিচালক অধ্যাপক ড. সুফী মোস্তাফিজুর রহমান জানান, গত ১৬ ফেব্রুয়ারি মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার নাটেশ্বর গ্রামে দেড় হাজার বছরের প্রাচীন বৌদ্ধনগরী আবিস্কারের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।

এ খবর পেয়ে মঙ্গলবার আবিস্কৃত বৌদ্ধনগরী দেখতে চীনের তিব্বতের বৌদ্ধ অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান দ্রুবকানের নেতৃত্বে চীন ও দক্ষিণ কোরিয়া এবং ভারতের ৩০ সদস্যের দলটি সরেজমিনে দেখতে আসেন।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, ফেব্রয়ারি ২৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।