ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

দুদকের পরিচয়পত্র অপব্যবহার না করার অনুরোধ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫
দুদকের পরিচয়পত্র অপব্যবহার না করার অনুরোধ ছবি : রাজিব / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতাদের পরিচয়পত্র (আইডি কার্ড) অপব্যবহার না করতে অনুরোধ করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মো. বদিউজ্জামান ও কমিশনার (তদন্ত) মো. সাহাবুদ্দিন চুপ্পু।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে ‘দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যদের আইডি কার্ড বিতরণী’ অনুষ্ঠানে প্রতিরোধ কমিটির সদস্যদের এ আহ্বান জানানো হয়।



এদিন ঢাকা মহানগর ও তার আশপাশের এলাকার দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যদের আইডি কার্ড হস্তান্তর করেছে রাষ্ট্রীয় দুর্নীতি বিরোধী সংস্থাটি।

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে দুদকের দুর্নীতি প্রতিরোধ কমিটি রয়েছে। এসব কমিটির সদস্য দুদকের কোনো কর্মকর্তা নয়। প্রতিরোধ কমিটির সদস্যদের দীর্ঘদিনের দাবি ছিলো দুদক থেকে যেনো তাদের আইডি কার্ড দেওয়া হয়। তাদের দাবির পরিপ্রেক্ষিতে মঙ্গলবার প্রাথমিকভাবে ১৯জনেক আইডি কার্ড দেওয়া হয়।

আইডি কার্ড হস্তান্তর শেষে দুদক চেয়ারম্যান শঙ্কা প্রকাশ করে বলেন, ‘দুদকের এই কার্ড অপব্যবহারের সম্ভাবনা থাকে। এর আগেও যে কার্ড ব্যবহারের ক্ষেত্রে কোনো ত্রুটি-বিচ্যুতি হয়নি তা নয়। ’

এসময় তিনি জানান, পরবর্তী সময়ে দেশের বিভিন্ন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদেরও এ কার্ড বিতরণ করা হবে।

দুদক চেয়ারম্যান বলেন, দেশে থেকে দুর্নীতি নির্মূল করতে বর্তমানে কমিশন শুধু দমনই নয়, প্রতিরোধের ওপর সর্বাধিক গুরুত্ব দিয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, শুধু বাংলাদেশেই নয়, দুর্নীতি সারা বিশ্বেই ছড়িয়ে রয়েছে। এটা এমন রোগ যা নির্মূল করা সম্ভব নয়। সারা বিশ্বেই দুর্নীতি প্রতিরোধের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

বিশেষ অতিথি কমিশনার (তদন্ত) মো. সাহাবুদ্দিন চুপ্পু বলেন, আমরা যদি দুর্নীতির উৎস চিহ্নিত করে প্রতিরোধ গড়ে তুলতে পারি তাহলে দেশ দুর্নীতির অভিশাপ থেকে রক্ষা পাবে। এ প্রতিরোধের কাজ সবচেয়ে বেশি গুরুত্বের সঙ্গে এগিয়ে নিয়ে যাবো।

প্রতিরোধ কমিটির সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, আইডি কার্ড প্রাপ্তরা হলেন দুদকের দূত। এ দায়িত্ব যেন আপনারা স‍ুচারুরূপে পালন করতে পারেন সেজন্যই এ কার্ড দেওয়া হয়েছে।

‘এ কার্ড প্রদানের ক্ষেত্রে দুদক অরাজনৈতিক ও অবিতর্কিত ব্যক্তি বেছে নিয়েছে। ’ বলেও জানান তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে দুদক কমিশনার মো. নাসিরউদ্দিন আহমেদ বলেন, দুদক গত কয়েক বছর ধরে প্রতিরোধের দিকে বেশি গুরুত্ব দিচ্ছে। প্রতিবেশি দেশ নেপালকে অনুসরণ করে আমরা গণশুনানির ব্যবস্থা করছি।

কমিশনের সচিব মো. মাকসুদুল হাসান খানের সভাপতিত্বে ও দুদকের উপ-পরিচালক আবদুল্লাহ আল জাহিদের পরিচালনায় অনুষ্ঠানে দুদকের মহাপরিচালক ব্রিগেডিয়ার সালাউদ্দিন আহমেদ,  ড. শামসুল আরেফিন, কামরুল হাসান মোল্লা, দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য, জিআইজেড প্রতিনিধি আলী রেজাসহ কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।