ভোলা: মহাসড়কের পাশে গায়ে গা ঘেঁষে দাড়ানো সবাই। নানা বয়সী এসব মানুষের কেউ কৃষক, কেউ ব্যবসায়ী বা দিনমজুর, কেউবা চাকরিজীবী, আবার কেউ শিক্ষার্থী।
কিন্তু তাদের সবার এক দাবি। ভোলা সদরের ভেলুমিয়া ইউনিয়নে কৃষি ব্যাংকের শাখা চান তারা। এ দাবিতে এক কিলোমিটার দীর্ঘ মানববন্ধন করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে প্রায় ঘণ্টাব্যাপী ভোলা-ভেলুমিয়া আঞ্চলিক সড়কের ভেলুমিয়া বাজার এলাকায় এ মানববন্ধন হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, ভেলুমিয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সালাম মাল, বাজার কমিটির সভাপতি মো. হারুন, রাসেল, শাহিন প্রমুখ।
বক্তারা বলেন, ৫০ হাজার মানুষের জনপদ ভেলুমিয়া এলাকায় কৃষি ব্যাংকের শাখা না থাকায় নানা ভোগান্তি পোহাচ্ছেন তারা। এখানকার মানুষদের ১৪ কিলোমিটার দূরে জেলা সদরে গিয়ে প্রয়োজনীয় ব্যাংকিং কার্যক্রম করতে হয়। কিন্তু এলাকাটি কৃষি ও ব্যবসা প্রধান হিসাবে পরিচিত হলেও এখানে কৃষি ব্যাংক প্রতিষ্ঠা করা হয়নি।
তারা সর্বস্তরের মানুষের সুবিধার কথা বিবেচনা করে কৃষি ব্যাংকের শাখা স্থাপনের দাবি জানান।
বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, ফেব্রয়ারি ২৪, ২০১৫