কিশোরগঞ্জ: ইটনায় নৌকাডুবির ঘটনার চারদিন পর রফিক মিয়া (৩৬) নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার জেটিঘাট এলাকায় ধনু নদী থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
রফিক জেলার করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া ইউনিয়নের মুক্তার মিয়ার ছেলে।
এর আগে, শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে করিমগঞ্জ উপজেলার চামড়া নৌবন্দর থেকে খালিয়াজুড়ি যাওয়ার পথে ইটনা উপজেলার জেটিঘাট এলাকায় ধনু নদীতে নৌকাটি ডুবে যায়।
পুলিশ জানায়, বুধবার সকালে স্থানীয় লোকজন জেটিঘাটে একটি মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে, পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক বাংলানিউজকে জানান, নৌকাডুবির ঘটনায় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃতদেহটি পরিবারের লোকজনের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৫