ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

শোক প্রস্তাব যাবে পেট্রোল বোমায় নিহতদের ঠিকানায়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৫
শোক প্রস্তাব যাবে পেট্রোল বোমায় নিহতদের ঠিকানায়

ঢাকা: চলমান রাজনৈতিক সহিংসতায় পেট্রোল বোমা হামলায় নিহতদের ঠিকানা সংগ্রহের নির্দেশ দিয়েছে জাতীয় সংসদের লাইব্রেরি কমিটি। একইসঙ্গে নিহতদের ঠিকানা সংগ্রহ করে তাদের পরিবারের কাছে শোক প্রস্তাব পাঠানোরও নির্দেশনা দেওয়া হয়েছে।



বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে দশম জাতীয় সংসদের পঞ্চম অধিবেশনে লাইব্রেরি কমিটির পঞ্চম বৈঠকে এ নির্দেশনা দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া।
 
বৈঠকের শুরুতেই পেট্রোল বোমায় নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। এরপর নিহতদের পরিবারের সকল সদস্যের প্রতি সমবেদনা জানিয়ে শোক প্রস্তাব আনা হয়। তারপর সম্ভব হলে প্রত্যেক নিহত ব্যক্তির ঠিকানা সংগ্রহ করে তাদের পরিবারের কাছে শোক প্রস্তাবের একটি কপি প্রেরণের বিষয়ে কমিটি কর্তৃক সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়।
 
বৈঠকে আগামী এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহে ভারতের লোকসভার লাইব্রেরি ও যাদুঘর কমিটির সদস্যদের পরিদর্শনের সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন- কমিটি সদস্য আবুল কালাম আজাদ, মোহাম্মদ হাছান মাহমুদ, সাইমুম সরওয়ার কমল, এনামুল হক ও কাজী রোজী। এছাড়া জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, ফেব্রুয়ারি, ২৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।