ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

রাজবাড়ীতে ৩ ব্যবসায়ীর জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৫
রাজবাড়ীতে ৩ ব্যবসায়ীর জরিমানা ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজবাড়ী: রাজবাড়ী জেলা সদরের পৌর এলাকায় নিষিদ্ধ নোট ও গাইড বই রাখার অপরাধে তিন ব্যবসায়ীর কাছ থেকে জরিমানা আদায় করেছে রাজবাড়ী জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এ সময় নিষিদ্ধ নোট ও গাইড বই জব্দ করা হয়।



বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল চারটায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কাওছার হোসেন ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহাবুবুল আলম এই আদালত পরিচালনা করেন।

পৌর এলাকার সোনালী লাইব্রেরি, সংকলন লাইব্রেরি ও গাউছিয়া লাইব্রেরির মালিকের প্রত্যেকের কাছ থেকে নগদ দুই হাজার টাকা করে মোট ছয় হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় বিপুল সংখ্যক নিষিদ্ধ নোট ও গাইড বই জব্দ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কাওছার হোসেন ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহাবুবুল আলম বলেন, জেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের অভিযোগের ভিত্তিতে ১৯৮০ সালের নিষিদ্ধ নোট বই আইনের চার ধারা মোতাবেক এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।