ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

না’গঞ্জে ৪ শিশুকে অপহরণের চেষ্টা, নারী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৫
না’গঞ্জে ৪ শিশুকে অপহরণের চেষ্টা, নারী আটক ছবি: প্রতীকী

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় চার শিশুকে অপহরণের চেষ্টার সময় এক নারীকে আটক করেছে পুলিশ। আটক ওই নারীর নাম মীম।



বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে ফতুল্লার দাপা এলাকায় এ ঘটনা ঘটে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, ফতুল্লার দাপা এলকায় জান্নাতুল ও জুঁই নামে দুই শিশুকে তাদের মায়ের অসুস্থতার কথা জানিয়ে বাসা থেকে বের করে আনেন মীম। পরে শিশু দু’টিকে পঞ্চবটি এলাকার একটি দোকানে বসিয়ে রেখে রামারবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে যান মীম। সেখানে তৃতীয় শ্রেণির দুই শিক্ষার্থী নুপুর ও আমেনাকে একই কথা বলে পঞ্চবটির ওই দোকানে নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা তাকে আটক করে।

ওসি আসাদুজ্জামান জানান, অপহরণকারী মীমের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। মীম নারায়ণগঞ্জ শহরের ডনচেম্বার এলাকার মনছুরের স্ত্রী। তার স্বামী মনছুর জেলা পরিষদ কার্যালয় সংলগ্ন এলাকার ঝুট ব্যবসায়ী।

শিশু জান্নাতুল ও জুঁই দাপা এলাকার জাহাঙ্গীরের মেয়ে। নুপুর ও আমেনার বাড়ি রামারবাগ এলাকায়।

বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।