ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করতে হবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৫
ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করতে হবে

ঢাকা: রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেছেন, খাদ্য উৎপাদনে যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন হয়েছে তা ধরে রাখার পাশাপাশি কৃষকরা যেন তাদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য পান তা নিশ্চিত করতে হবে। খাদ্যশস্যের বহুমাত্রিক ব্যবহার জনপ্রিয় করাসহ সাধারণ মানুষের পুষ্টি উন্নয়নে বিশেষ নজর দিতে হবে।


 
বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে কেআইবি কৃষি পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ বছর মোট সাত ক্যাটাগরিতে সাতটি কেআইবি পদক প্রদান করা হয়।
 
রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, কৃষির সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে, বিপুল জনগোষ্ঠীর খাদ্য চাহিদা পূরণের পাশাপাশি জলবায়ু পরিবর্তনে তৈরি হওয়া পরিস্থিতি দক্ষতার সঙ্গে মোকাবেলা করা। এজন্য আমাদের কৃষি গবেষণা, শিক্ষা, প্রশিক্ষণ ও সম্প্রসারণ কার্যক্রম নিবিড় ও আধুনিকভাবে করতে হবে।
 
রাষ্ট্রপতি বলেন, কৃষকরা যেন পরিবর্তিত পরিবেশে খাপ খাইয়ে চলতে পারেন, সেজন্য তাদের কৃষি তথ্য প্রযুক্তি জ্ঞানে সমৃদ্ধ এবং তথ্য প্রযুক্তি ব্যবহারে দক্ষ করে তুলতে হবে। কৃষকদের পণ্যের ন্যায্যমূল্যও নিশ্চিত করতে হবে।

তিনি এ বিষয়ে কাজ করার জন্য দেশের কৃষিবিদ, কৃষিবিজ্ঞানী, সম্প্রসারণকর্মীসহ সবাইকে আহবান জানান।
 
রাষ্ট্রপতি বলেন, কৃষি কেবল অর্থনীতির প্রাণশক্তি নয়, তা আমাদের নিজস্ব সংষ্কৃতি ও ঐতিহ্যের শেকড়ও। মাঠভরা ফসলে কৃষকের মুখে যে আনন্দ, সে আনন্দ গোটা বাংলাদেশের। আবার ফসলহীন শুষ্ক মুখ কেবল কৃষকরে একার নয়, তা যেন আমাদের সকলের।

দেশের কৃষিতে যে সফলতা এসেছে তার তথ্যও তুলে ধরেন রাষ্ট্রপতি।
 
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, শুধু দানাদার ফসল নয়, বর্তমানে পুষ্টিজাতীয় ফসল উৎপাদনে বাংলাদেশ এগিয়ে গেছে। কৃষিপণ্য রফতানির হারও আগামীতে বাড়বে।
 
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ, অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কৃষিবিদ ড. আব্দুর রাজ্জাক, কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আব্দুল মান্নান। স্বাগত বক্তব্য দেন কেআইবি মহাসচিব মোহাম্মাদ মোবারক আলী। সভাপতিত্ব করেন কেআইবি’র সভাপতি কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম।
 
বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।