নওগাঁ: নিপাহ ভাইরাস সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে নওগাঁর মান্দায় দুইদিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ কর্মশালা শুরু হয়ে বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে শেষ হয়।
কর্মশালায় মান্দা উপজেলার বিভিন্ন গ্রামের খেজুর গাছের রস সংগ্রহকারী, গাছ মালিক ও রস বিক্রেতাসহ সাত শতাধিক মানুষ অংশ নেন।
কর্মশালার আয়োজন করে স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখা। এতে রিসোর্স পারসন ছিলেন পরিচালক ডা. এসএম সাদিকুল ইসলাম।
দুই দিনের এই কর্মশালায় রিসোর্স পারসন ডা. এসএম সাদিকুল ইসলাম বলেন, এক শ্রেণির বাদুড়ের লালা বা মল-মূত্র থেকে নিপাহ ভাইরাস মানুষের দেহে সংক্রমিত হয়ে থাকে। এজন্য বাদুড় স্পর্শিত খেজুরের কাঁচা রস ও গাছের নিচে পড়ে থাকা পাখির খাওয়া ফলমুল খাওয়া থেকে বিরত থাকতে হবে।
নওগাঁর সিভিল সার্জন ডা. মোজাহার হোসেন বলেন, ২০০৩ সালে জেলার নিয়ামতপুর উপজেলায় প্রথম নিপাহ ভাইরাসের সংক্রমণ দেখা দেয়। ২০১৩ সালে জেলার বদলগাছি উপজেলায় এ ভাইরাসে আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু হয়।
এ বছরের জানুয়ারি মাসের শেষ সপ্তাহে মান্দা উপজেলার ভালাইন ও পরানপুর ইউনিয়নে এ ভাইরাসে সংক্রমিত হয়ে দুই শিশুসহ তিনজনের মৃত্যু হয়।
এছাড়া মান্দা ও কুসুম্বা ইউনিয়নে আরো দুই শিশু আক্রান্ত হলে তাৎক্ষণিক চিকিৎসায় তারা সুস্থ হয়ে ওঠে।
বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৫