ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

দুদিনের মধ্যে ঢামেক হাসপাতালে বার্ন ‌ইনস্টিটিউট উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৫
দুদিনের মধ্যে ঢামেক হাসপাতালে বার্ন ‌ইনস্টিটিউট উদ্বোধন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম

ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দুই দিনের মধ্যেই বার্ন ‌ইনস্টিটিউটের উদ্বোধন করা বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের এমআরআই ইনস্টিটিউটের উদ্বোধন এবং বার্ন ইউনিট পরিদর্শনকালে মন্ত্রী এ সব কথা বলেন।



স্বাস্থ্যমন্ত্রী জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আগামী দুই দিনের মধ্যে বার্ন ‌ইনস্টিটিউটের উদ্বোধন করা হবে। ‌এ ইনস্টিটিউটের প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হবে ডা. সামন্তলাল সেনকে।

তিনি জানান, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে যত দ্রুত সম্ভব ক্যান্সার ইনস্টিটিউটের উদ্বোধন করা যায়, সে বিষয়ে কাজ করছেন তারা।

কুর্মিটোলা হাসপাতাল অন্যতম আধুনিক হাসপাতাল উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, কুর্মিটোলা হাসপাতালটি রাজধানীর আধুনিক হাসপাতালগুলোর মধ্যে একটি। এ হাসপাতালের চাহিদা অনুযায়ী সব ধরনের সুযোগ-সুবিধা স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া হবে।

তিনি আরো বলেন, বর্তমানে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসকরা কাজ করছেন। এ জন্য মন্ত্রণালযের পক্ষ তাদের সব ধরনের সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক (ডিজি) দীন মোহাম্মদ নুরুল হক বলেন, এ হাসপাতালের বার্ন ইউনিট দেখে আমি সত্যিই মুগ্ধ। আমি চেষ্টা করবো, এই হাসপাতালকে প্রয়োজনীয় সব সুবিধা দিতে।

এ সময় হাসপাতালের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।