ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

ওপিসিডব্লিউ প্রতিনিধি দলের সার কারখানা পরিদর্শন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৫
ওপিসিডব্লিউ প্রতিনিধি দলের সার কারখানা পরিদর্শন সংগৃহীত

ঢাকা: অর্গানাইজেশন ফর দ্য প্রহিবিশন অব কেমিকেল ওয়েপন্স (ওপিসিডব্লিউ) এর সদস্যরা বাংলাদেশের ২টি সার কারখানা পরিদর্শন করেছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



২ সদস্য বিশিষ্ট আন্তর্জাতিক পরিদর্শক দল নরসিংদীর একটি ইউরিয়া সার কারখানা এবং চট্টগ্রাম ইউরিয়া সার কারখানা পরিদর্শন করেন। পরিদর্শক দল সার কারখানা ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেছে।

গত ১৭ ফেব্রুয়ারি পরিদর্শক দলটি বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষের চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হকের সঙ্গে সাক্ষাত করেন। এ সময় জাতীয় কর্তৃপক্ষের সদস্য সেক্রেটারি ও জেনারেল স্টাফ অফিসার-১ উপস্থিত ছিলেন।

এর আগে গত ১৪ ফেব্রুয়ারি পরিদর্শক দলটি ঢাকা এসে পৌঁছে।

প্রসঙ্গত, আন্তর্জাতিক সংস্থা অর্গানাইজেশন ফর দ্য প্রহিবিশন অব কেমিকেল ওয়েপন্স (ওপিসিডব্লিউ) রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ আইনের প্রয়োগবিধি সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন করে থাকে। বাংলাদেশ আন্তর্জাতিক সংস্থার একটি সহযোগী সংস্থা।

আন্তর্জাতিক রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ আইন অনুসারে উল্লিখিত সংস্থার নির্বাচিত পরিদর্শক দল প্রতি বছর বাংলাদেশের কিছু সংখ্যক কারখানায় বিষাক্ত রাসায়নিক দ্রব্যের ব্যবহার, উৎপাদন ও আমদানি সংক্রান্ত তথ্য উপাত্ত সরেজমিনে দেখার জন্য এদেশে আসেন।

২০ ফেব্রুয়ারি প্রতিনিধি দলটি ঢাকা ত্যাগ করে বলেও জানানো হয়েছে। ।

বাংলাদেশ সময়: ১৯১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।