কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ভৈরবে রিমা আক্তার (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে ভৈরব উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের গুছামারা গ্রামের নিজ বাড়ি থেকে মৃতদেহ উদ্ধার করা হয়।
এ সময় ঘরে একটি চিরকুট পাওয়া যায়। এতে লেখা ছিল, ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। ’
মৃত রিমা উপজেলার ভৈরব কে বি পাইলট উচ্চ বিদ্যালয়ের মানবিক শাখার এসএসসি পরীক্ষার্থী ও উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের গুছামারা গ্রামের রহমত আলীর মেয়ে।
রিমার পারিবারিক সূত্র জানায়, পরিবারের লোকজন সকাল থেকে রিমার কোনো খোঁজ না পেয়ে ১২টার দিকে তার ঘরে গিয়ে ঝুলন্ত মৃতদেহ দেখতে পায়। পরে তাকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানান, পথেই রিমার মৃত্যু হয়েছে।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আবু তাহের ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, আমরা চিরকুটটি থানায় নিয়ে এসেছি। এটি মেয়েটির নিজের লেখা কিনা তা তদন্ত করা হবে।
পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে বলে তিনি জানান।
বাংলাদেশ সময়: ১৯১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৫