ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

অনলাইনে জাতীয় পরিচয়পত্র: শুরুর দিনই হোঁচট খেলো ইসি!

ইকরাম-উদ দৌলা, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৫
অনলাইনে জাতীয় পরিচয়পত্র: শুরুর দিনই হোঁচট খেলো ইসি!

ঢাকা: জাতীয় পরিচয়পত্র (এনআইডি কার্ড) সংক্রান্ত যাবতীয় সেবা অনলাইনে উন্মুক্ত করার দিনই হোঁচট খেলো নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার দুপুরে এ সেবা সবার জন্য উন্মুক্ত করার কথা থাকলেও রাজধানীর আগারগাঁওয়ে অগ্নিকাণ্ডের ঘটনার জন্য দিনভর তা করতে ব্যর্থ হয় সংস্থাটি।

পরে রাত আটটার পরে সার্ভার সচল করা হলে অনলাইনে সেবা উন্মুক্ত হয়।

পূর্বনির্ধারিত পরিকল্পনা অনুযায়ী, বেলা সাড়ে ১১টায় ইসির সভাকক্ষে সাংবাদিকদের সামনে জাতীয় পরিচয়পত্রের এ অনলাইন সেবাটি উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ।

এ সময় এনআইডি অণুবিভাগের মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল (অব.) সুলতানুজ্জামান মো. সালেহ উপস্থিত কর্মকর্তা ও সাংবাদিকদের হাতেকলমে পুরো প্রক্রিয়াটি দেখানোর ইচ্ছা পোষণ করেন। সিইসি অনুমতি দিলে তিনি একজন সেবাগ্রহীতার সঙ্গে সবাইকে পরিচয় করিয়ে দেন। তাকে দিয়েই এনআইডি মহাপরিচালক আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করতে চেয়েছিলেন।
 
মো. জুবায়ের ইবনে সালেহ নামে ওই সেবাগ্রহীতা শেরপুর থেকে বুধবারই এনআইডি শাখায় গিয়েছিলেন তার জাতীয় পরিচয়পত্রে উল্লিখিত ঠিকানা পরিবর্তন করতে।

ঘটনাটি জানার পর এনআইডি মহাপরিচালক তাকে ইসির সভাকক্ষে নিয়ে আসেন। কিন্তু বিধি বাম। যে কাজটি বেশ কয়েকমাস ধরে হচ্ছে-হবে বলেও শুরু করা যায়নি, তা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ঘোষণার দিনও হলো না।
 
বেলা সাড়ে ১১টায় মো. সালেহ অনলাইনে এই কার্যক্রমটি একটি প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করেন। এরপর মো. জুবায়ের ইবনে সালেহকে পরিচয় করিয়ে দিয়ে তিনি ইসির একজন অপারেটরকে সবার সামনেই তার ঠিকানা পরিবর্তনে অনলাইনে কাজ সম্পন্ন করতে বলেন।

কিন্তু ইসির ওয়েবসাইটে ঢোকার পর যেই না ‘এনআইডি অনলাইন সার্ভিসে’ অপশনে ক্লিক করা হলো সঙ্গে সঙ্গে নোটিস এলো ‘ইউর কানেকশন ইজ নট প্রাইভেট’। অর্থাৎ সাধারণের একসেস বন্ধ রয়েছে। এমন অবস্থায় সিইসিসহ উপস্থিত সবাই একটু বিব্রতকর অবস্থায় পড়ে যান।

পরিস্থিতি স্বাভাবিক করতে সুলতানুজ্জামান মো. সালেহ খোঁজ নিয়ে জানালেন, আগারগাঁওয়ে অগ্নিকাণ্ড ঘটায় বিপত্তি হয়েছে। সার্ভারের নিরাপত্তা জন্য সব সংযোগ বন্ধ রাখা হয়েছে।
 
একজন জ্যেষ্ঠ প্রতিবেদক মন্তব্য করেন, উদ্বোধনীর দিনই কার্যক্রম দেখাতে গিয়েও তো পারলেন না। তাহলে পরে কী হবে! তার এ কথায় উপস্থিত সবার মধ্যে হাস্যরোল পড়ে যায়।

এ সময় পরিস্থিতি স্বাভাবিক করতে মো. সালেহ জানান, ঘাবড়ানোর কোনো কারণ নেই। উদ্বোধন করা হয়েছে। এটা চালুই আছে। তবে সার্ভার সচল হলেই এ সমস্যা আর থাকবে না।

সন্ধ্যায় এনআইডি অণুবিভাগের পরিচালক মহসীন আলী জানান, আগারগাঁওয়ে অগ্নিকাণ্ডের জন্য সাময়িকভাবে এ অসুবিধা হয়েছে। এটা ঠিক হয়ে যাবে।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর আগারগাঁওয়ের ইসলামিক ফাউন্ডেশন ভবনের পাশেই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আর ইসলামিক ফাউন্ডেশন ভবনেই এনআইডির সার্ভার রাখা আছে।
 
বাংলাদেশ সময়: ১৯৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৫/আপডেটেড: ২০৪৫ ঘণ্টা

** অনলাইনেই ভোটার-পরিচয়পত্র সংশোধন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।