ঢাকা: রাজধানীর কমলাপুর রেলস্টেশনে দুই কেজি গাঁজাসহ একজনকে আটক করেছে পুলিশ। আটককৃত ব্যক্তির নাম মো. ইমাম ইয়ামিন।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে আটক করা হয়।
রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা চট্রলা এক্সপ্রেস থেকে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কমলাপুর রেলস্টেশনে নামেন ইয়ামিন।
গোপন সংবাদের মাধ্যমে পুলিশ জানতে পারে, তার কাছে মাদকদ্রব্য রয়েছে। ট্রেন থেকে নামার সঙ্গে সঙ্গে তার দেহ তল্লাশি করে প্রথমে পুলিশ কিছুই পায়নি ইয়ামিনের কাছে। পরে তার হাতে থাকা দুটি লাউ পরীক্ষা-নিরীক্ষা করে তার ভেতর থেকে দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আব্দুল মজিদ জানান, কৌশলে লাউয়ের নিচে ফুটো করে তার ভেতরে গাঁজা ঢোকানো হয়েছে।
ইয়ামিনের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান ওসি।
ইয়ামিনের বাড়ি গাজিপুরের শ্রীপুর উপজেলায়।
বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৫