ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

বিয়ের প্রস্তাব না পাঠানোয় কিশোরের আত্মহত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৫
বিয়ের প্রস্তাব না পাঠানোয় কিশোরের আত্মহত্যা ছবি: প্রতীকী

ঢাকা: বিয়ের প্রস্তাব না পাঠানোয় মায়ের সঙ্গে অভিমান করে আত্মহত্যা করেছে রাজধানীর খিলগাঁও উত্তর গোড়ান এলাকার মো. আরিফ (১৫)।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টায় খিলগাঁও থানা পুলিশ ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) পাঠায়।



আরিফ বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার লেবুখালী গ্রামের আনসার আলীর ছেলে। সে স্থানীয় একটি হোটেলে কাজ করতো।

খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) ফারুক হোসেন পরিবারের বরাত দিয়ে সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করেন, আরিফ তার মাকে স্থানীয় একটি মেয়ের বাসায় বিয়ের প্রস্তাব পাঠাতে অনুরোধ করলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এই অভিমানে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না জড়িয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে আরিফ।

খবরে পেয়ে দুপুরে খিলগাঁও থানা পুলিশ ‍লাশ উদ্ধার করে।

বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।