ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

গুলশানে যাত্রীবাহী বাসে ককটেল, আহত ৪

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৫
গুলশানে যাত্রীবাহী বাসে ককটেল, আহত ৪ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীর গুলশান-১ নম্বরে ওয়ান লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাসে (ঢাকা মেট্রো-ব ১৪-০৯০০) ককটেল হামলা চালিয়েছে অবরোধ-হরতাল সমর্থরা।

এতে হুমায়ুন (২৫), রাজু (৩৩), নাসির উদ্দিন (৩০) এবং জিন্নাত (২৫) নামের চারজন আহত হয়েছেন।



বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা সবাই দিনমজুর। তারা ধানমন্ডি-মোহাম্মদপুর এলাকায় কাজ শেষে ভাটারায় ফিরছিলেন। এদের মধ্যে হুমায়ুন ও জিন্নাতের আঘাত বেশি।

গুলশান থানার ডিউটি অফিসার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নাজিমুদ্দিন বাংলানিউজকে তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ইতোমধ্যে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। এ ঘটনায় জড়িতদের আটকে পদক্ষেপ নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৫ আপডেট সময়: ২১২৬ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।