ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

সিনিয়র তথ্য অফিসারের মৃত্যুতে সভা

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৫
সিনিয়র তথ্য অফিসারের মৃত্যুতে সভা ছবি: প্রতীকী

ঢাকা: ‘মৃত্যুকে চির সত্য মেনে নিয়ে আমাদের এগিয়ে চলা। তানিয়া সুলতানার মৃত্যুতে আমি গভীর শোকাহত-ব্যথিত।

তানিয়ার আত্মার মাগফেরাত কামনা করি ও শোকহত পরিবারকে জানাই সমবেদনা। ’

বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় সচিবালয়ের তথ্য অধিপ্তরের সম্মেলন কক্ষে সিনিয়র তথ্য অফিসার তানিয়া সুলতানার অকাল মৃত্যুতে শোকসভা ও মিলাদ মাহফিলে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু একথা বলেন।

তানিয়া সুলতানা বিসিএস ইনফরমেশন অ্যাসোসিয়েশনের সদস্য ছিলেন। সন্তান জন্মদানের পর প্রসবজনিত জটিলতায় গত ১৯ ফেব্রুয়ারি তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালে মারা যান।

তানিয়া সুলতানাকে কর্মনিষ্ঠ, সদালাপী কর্মকর্তা হিসেবে উল্লেখ করে বক্তব্য রাখেন তথ্য সচিব মর্তুজা আহমদ, সিনিয়র উপ প্রধান তথ্য অফিসার জয়নাল আবেদিন, তথ্য অধিদপ্তরের ডালিয়া ইয়াসমীন, শাহ আলম সরকার প্রমুখ।

তানিয়ার স্মৃতি নিয়ে বক্তব্য রাখেন তানিয়ার স্বামী ইঞ্জিনিয়ার আহসান উল্লাহ। মোনাজাত পরিচালনা করেন সচিবালয় মসজিদের ইমাম ক্বারি আজিজুর রহমান।

বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।