ধামরাই (ঢাকা): পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারায় ধামরাইয়ের কয়েকটি ইটভাটায় অভিযান চালিয়ে তিন ইটভাটা মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে সহকারী কমিশনার (ভূমি) লস্কর দেবনাথ বাপ্পি, উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রফিকুল ইসলাম, ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালকুদার এবং পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারায় ইট প্রস্তুত ও ইটভাটা নিয়ন্ত্রণ আইন অনুযায়ী ওই তিন ইটভাটা মালিককে জরিমানা করা হয়।
এ সময় বাটুলিয়ার এলবি ইটভাটার মালিককে ৫০ হাজার, এনএসবি ইটভাটার মালিককে ২৫ হাজার টাকা এবং ভাড়ারিয়ার এনএএম ইটভাটার মালিককে এক লাখ টাকা জরিমানা আরোপ করেছে ভ্রাম্যমাণ আদালত।
বাংলাদেশ সময়: ০১৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৫