ফেনী: ফেনীতে একটি পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ মোহাম্মদ মোস্তফা (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) দিনগত রাত দেড়টার দিকে শহরের বারাহীপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
ফেনী মডেল থানার সেকেন্ড অফিসার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জিয়াউল হক খন্দকার বাংলানিউজে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের বারাহীপুরের একটি বস্তিতে পুলিশের এএসআই মাইন উদ্দিনের নেতৃত্বে একটি দল অভিযান চালায়। এ সময় তারা ৭ রাউন্ড গুলিসহ পিস্তলটি উদ্ধার করতে সক্ষম হয়।
পুলিশ জানায়, পিস্তলটি ফেনী জেলা পরিষদ প্রশাসক এহসানুল হকের পিস্তল। যা মঙ্গলবার ফেনী রেলওয়ে স্টেশন থেকে চুরি হয়।
বাংলাদেশ সময়: ০২০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৫