ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৫
পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ ছবি: ফাইল ফটো

মানিকগঞ্জ: ঘন কুয়াশায় দ‍ুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে পাটুরিয়া ফেরি ঘাট কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টা থেকে এ নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।



পাটুরিয়া ঘাট শাখার বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল বাংলানিউজকে তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, স্বাভাবিক সময়ে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে যানবাহন পারাপারে ৬টি রো রো (বড়), ৬টি ইউটিলিটি (মাঝারি), দুইটি কে-টাইপ (ছোট) ফেরি ব্যবহৃত হয়। ঘন কুয়াশার কারণে এসব ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ আছে।

কুয়াশা কমে গেলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৬৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।