ফেনী: জেলার ছাগলনাইয়ায় রাধানগর ইউনিয়ন পরিষদের ভূমি অফিস আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় জড়িত সন্দেহে রাধানগর ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউনিয়ন চেয়ারম্যান মাহবুবু হোসেন মাবুকে আটক করেছে পুলিশ।
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ খান চৌধুরী বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গভীর রাতে দুর্বৃত্তরা ভূমি অফিসটিতে আগুন দেয়। এতে অফিসের প্রয়োজনীয় দলিলপত্র পুড়ে যায়।
বাংলাদেশ সময়: ০৮১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৫